অবৈধভাবে ED কর্তার মেয়াদ বৃদ্ধির অভিযোগ, শীর্ষ আদালতের দ্বারস্থ তৃণমূল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অবৈধভাবে ED কর্তার মেয়াদ বৃদ্ধির অভিযোগ, শীর্ষ আদালতের দ্বারস্থ তৃণমূল

নিজস্ব সংবাদদাতাঃ অবৈধভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর ডিরেক্টর সঞ্জয়কুমার মিশ্রর মেয়াদ বাড়ানো হয়েছে। মোদি সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন আইন, ২০০৩-এর ২৫ নম্বর ধারা অনুযায়ী ‘অবৈধভাবে’ ইডি আধিকারিকের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র, হাতিয়ার করা হয়েছে আদালতের এক অতীত নির্দেশকেও। এমনটাই দাবি করল তৃণমূল। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখল দাবি করেছেন, ২০২১ সালের ১৭ নভেম্বর সঞ্জয় মিশ্রর কার্যকালের নতুন মেয়াদ শুরু হয়। সেই সময় তিনি ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত বার্ষিক স্থাবর সম্পত্তির হিসাব ওয়েবসাইটে আপলোড করেননি। নিয়ম অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে তা করার কথা থাকলেও সেই সময়ও তিনি তথ্য দেননি। ডিসেম্বরে হঠাৎ করেই সরকারি ওয়েবসাইটে সেই তথ্য দেখা যায়। তাতে প্রমাণ হয়েছে, ২০২১-এর ৩ ডিসেম্বর তিনি তা করেছেন। সব তথ্য খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নিতে আদালতকে অনুরোধ করেছেন তৃণমূল নেতা সাকেত।