নিজস্ব সংবাদদাতাঃ ঝালদার কাউন্সিলর তপন কান্দু খুনে অন্যতম সাক্ষী নিরঞ্জন বৈষ্ণবের দেহ উদ্ধারের ঘটনায় এবার এফআইআর দায়ের হল। পুলিশের বিরুদ্ধে ঝালদা থানায় অভিযোগ দায়ের করলেন নিরঞ্জন বৈষ্ণবের দাদা। নিরঞ্জনের দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছিল। সেখানে লেখা বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়। ওই নোটে পুলিশি হেনস্থা, চাপের কথা উল্লেখ ছিল। তাঁর ওপর মানসিক চাপ সৃষ্টি করারও অভিযোগ ছিল। নিরঞ্জনের দাদার অভিযোগ, পুলিশি হেনস্থায় মানসিক চাপের জন্যই চরমতম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁর ভাই। এফআইআর কপিতে একটি স্ট্যাম্প মেরে দিয়েছেন ঝালদা থানার কর্তব্যরত পুলিশ কর্তা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এখন দেখার পুলিশের তরফ থেকে পৃথক মামলা রুজু করা হয় কিনা। যদিও পরিবারের তরফে দাবি করা হয়েছে, যেহেতু তপন কান্দু হত্যা মামলায় সিবিআই-কে তদন্তভার দিয়েছে আদালত, তাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা এই মামলাটিও খতিয়ে দেখেন।