নিজস্ব সংবাদদাতাঃ সংসদের আস্ত একটা বাজেট অধিবেশন শেষ হয়ে গেল। অথচ মূল্যবৃদ্ধির মতো জ্বলন্ত ইস্যু নিয়ে সরকার এক মিনিটের জন্যও আলোচনার সুযোগ দিল না। প্রতিবাদে এদিন সংসদের গান্ধীমূর্তির পাদদেশে অভিনব প্রতিবাদ দেখা গেল তৃণমূলের। দলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা একযোগে এদিন গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান। অধিবেশন শুরুর আগেই গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ শুরু করে দেন তৃণমূল সাংসদরা। তাঁদের গলায় ছিল বিভিন্ন ফল-সবজির মালা। হাতে প্ল্যাকার্ড। যাতে লেখা ছিল, ‘জনবিরোধী মূল্যবৃদ্ধি বন্ধ করতে হবে’, ‘জ্বালানি চোর সরকার।’ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেবদের মতো প্রথম সারির সাংসদরাও।