নিজস্ব সংবাদদাতাঃ এবার কোভিড-১৯-এর নতুন 'এক্সই' ভ্যারিয়েন্ট সম্পর্কে মুখ খুললেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। তিনি বলেন, "স্বাস্থ্য বিভাগ 'এক্সই' ভেরিয়েন্টের বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি, কারণ এখনও পর্যন্ত এনআইবি (ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োলজিক্যালস) এর কোনও রিপোর্ট নেই। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তথ্য অনুযায়ী, 'এক্সই' ভেরিয়েন্টটি ওমিক্রন ভেরিয়েন্টের চেয়ে ১০% বেশি সংক্রামক যা ফ্লুর মতো। আমরা একটি রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কেন্দ্র বা এনআইবির কাছ থেকে কোনও নিশ্চিত রিপোর্ট পাইনি, তাই মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ এখনই এই ভেরিয়েন্টের উপস্থিতি নিয়ে কিছু বলবে না।'