নিজস্ব সংবাদদাতাঃ সকলকে বিশ্ব স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'বিশ্ব স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা। সকলেই সুস্বাস্থ্য ও সুস্থতার অধিকারী হোন। স্বাস্থ্যখাতের সঙ্গে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশেরও দিন আজ। এটা তাদের কঠোর পরিশ্রম যা আমাদের পৃথিবীকে সুরক্ষিত রেখেছে। আমি যখন প্রধানমন্ত্রী জন ঔষধির মতো প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলি তখন আমি খুব খুশি বোধ করি। সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবার প্রতি আমাদের মনোনিবেশ দরিদ্র ও মধ্যবিত্তদের জন্য উল্লেখযোগ্য সঞ্চয় নিশ্চিত করেছে। একই সঙ্গে সামগ্রিক সুস্থতা আরও বাড়াতে আমরা আমাদের আয়ুষ নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে তুলছি। গত ৮ বছরে চিকিৎসা শিক্ষা খাতে দ্রুত পরিবর্তন এসেছে। বেশ কয়েকটি নতুন মেডিকেল কলেজ তৈরি হয়েছে। স্থানীয় ভাষায় চিকিৎসাবিদ্যার পঠন-পাঠন কে সক্ষম করার জন্য আমাদের সরকারের প্রচেষ্টা অগণিত তরুণ-তরুণীদের আকাঙ্ক্ষাকে ডানা মেলবে।'