দিনে ১৩ ঘণ্টাই বিদ্যুৎহীন, অনাহারই কী লঙ্কার ভবিষ্যৎ?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দিনে ১৩ ঘণ্টাই বিদ্যুৎহীন, অনাহারই কী লঙ্কার ভবিষ্যৎ?


নিজস্ব সংবাদদাতাঃ ফুরিয়ে আসছে খাদ্য, নেই জ্বালানি। দিনে ১৩ ঘণ্টাই বিদ্যুৎহীন থাকছে গোটা দেশ। চরম দুর্দশার মুখে পড়ে ক্ষোভে ফুঁসছে শ্রীলঙ্কার সাধারণ মানুষ। সেই ক্ষোভেরই প্রতিফলন দেখা যাচ্ছে পথে ঘাটেও। এবার পুলিশি ব্যারিকেড ভেঙে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রকের দফতরের ভিতরও ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করেই ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে শ্রীলঙ্কার পরিস্থিতি। এখন প্রশ্ন উঠছে তবে কী অনাহার এড়াতে লঙ্কার ভরসা ভারতই?