নিজস্ব সংবাদদাতাঃ পেট্রল, ডিজেলের দাম বাড়ছে নিয়মিত। এ দিকে, কলকাতা পুরসভার আর্থিক মন্দাও সহজে ঘুচবার নয়। তাই এ বার গাড়ির ব্যবহারে রাশ টেনে জ্বালানির খাতে সাশ্রয় করতে চাইছে পুর কর্তৃপক্ষ। বাড়তি খরচ বাঁচাতে আগেই কর্মীদের ফোন বিল, বিভিন্ন সরকারি অনুষ্ঠানের উপরে বিধিনিষেধ জারি করেছিল পুরসভা। মেয়রের নির্দেশে তাঁর অফিসার অন স্পেশ্যাল ডিউটি (ওএসডি)-র তরফে সম্প্রতি পুরসভার সব দফতরে বিজ্ঞপ্তি দিয়ে গাড়ির ব্যবহারে কাটছাঁট করতে বলা হয়েছে।