নিজস্ব সংবাদদাতাঃ বোর্ড পরীক্ষা জীবনের এল্ক গুরুত্বপূর্ণ পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনে। তাই এই পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে, পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জেনে নেওয়া দরকার। যা হল, ১) পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন সম্পর্কে সম্যক ধারণা হওয়া। কেননা, ২০২২ সালের CBSE ১২ এর সিলেবাস ৩০ শতাংশ কমিয়ে দুটি ভাগে ভাগ করা হয়েছে। ২) যে বিষয়টির সম্পর্কে পড়া হবে, সেই বিষয়টিকে স্পষ্ট ভাবে বুঝতে হবে। যদি না সেই বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকে তাহলে পরীক্ষায় সেই বিষয়টি সম্পর্কে উত্তর লেখার ক্ষেত্রে সমস্যা হতে পারে। ৩) বিগত বছর অথবা বিগত কয়েক বছরের প্রশ্নপত্র প্র্যাকটিস করতে হবে। তাহলে উত্তর লেখার ক্ষেত্রে সুবিধা হবে। ৪) পড়তে বসার আগে অবশ্যই এক পরিকল্পনা থাকা দরকার। যাতে প্রস্তুতি নেওয়ার সময় একটা 'সিস্টেম' বজায় থাকে। ৫) পাঠ্য পুস্তক পড়া ছাড়াও বিভিন্ন 'রেফারেন্স বুক' এর সাহায্য নিতে হবে। কেননা, ভালো উত্তর লেখার জন্য শুধুমাত্র পাঠ্যপুস্তক-ই যথেষ্ট নয়। ৬) রেফারেন্স বই হিসেবে NCERT এর বই গুলিরই একমাত্র সাহায্য নেওয়া উচিত।
৭) প্রতিদিন পড়তে বসার আগে এক লক্ষ্যমাত্রা নিয়ে বসা উচিত। যাতে প্রতিদিন পড়ার মাত্রাটা বজায় থাকে। ৮) নিজে নোট তৈরি করে পড়তে হবে। নিজের সুবিধামতো নোট তৈরি করতে হবে। ৯) পড়ার সাথে সাথে ঠিক সময় মতো ঘুমেরও প্রয়োজন। তাই দিনে অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম দরকার। ১০) ঘুমের পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ করাও দরকার। শরীর সুস্থ রাখতে সুষম খাদ্য বাধ্যতামূলক। ১১) পড়াশোনার পাশাপাশি মনকে সুস্থ এবং শান্ত রাখতে হবে। তাই হালকা মিউজিক মনকে সতেজ রাখতে সাহায্য করবে। ১২) মনঃসংযোগ বিচ্ছিন্নকারী এমন বস্তু থেকে দূরে থাকতে হবে। ১৩) উত্তর লেখার জন্য শিক্ষার্থীদের নীল এবং কালো কালির পেন দিয়ে লেখার অভ্যাস করতে হবে। যাতে পরীক্ষকের নজরে পড়ে। এছাড়া অবশ্যই গুরুত্বপূর্ণ শব্দগুলির নিচে 'আণ্ডারলাইন' করতে হবে। যাতে তা সহজেই পরীক্ষকের নজরে পড়ে। এই উপায়গুলি অবলম্বন করে পরীক্ষার প্রস্তুতি নিলে পরীক্ষার্থীর জন্য তা অনেক লাভদায়ক হবে।