হরি ঘোষ, দুর্গাপুর : বুধবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহায় আইএনটিটিইউসির উদ্যোগে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রাথী শত্রুঘ্ন সিনহার হয়ে কর্মী সভা করলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ ঘটক সহ জামুরিয়া বিধায়ক হরেরাম সিং, দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত মুখার্জী সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই সভায় অভিজিৎ ঘটক বলেন, 'আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রাথীকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে।' তিনি আরও বলেন যে বিজেপি হোর্ডিং নকল করে 'বাংলা নিজের মেয়েকে চায়' পরিবর্তন করে 'আসানসোল ঘরের মেয়েকে চায়' করেছে। পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটক বলেন, '২০২৪ সালে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবেন।'
আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায় বলেন, 'কেন্দ্রীয় সরকার ৪০০ টি রেল স্টেশন বিক্রি করেছে। বাংলার প্রতি অবমাননা করছে।'