আগরতলায় সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউট

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আগরতলায় সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউট

নিজস্ব প্রতিনিধি -আজ আগরতলা স্থিত নজরুল কলাক্ষেত্র পরিদর্শন করলেন সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউটের এক প্রতিনিধিদল। ত্রিপুরার তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ত্রিপুরা রাজ্যেও সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট এর যাত্রা শুরু হতে চলেছে, এবং তিনি বলেন, ত্রিপুরার ছেলে মেয়েরা শুধু যেনো সরকারি চাকরির উপরই নির্ভরশীল না হয়ে থাকে। এমন অনেক শিল্পীরা রয়েছেন যাদের মেধা রয়েছে। তাদের সেটা কাজে লাগানো দরকার এবং তিনি বলেন, তার পরিপ্রেক্ষিতেই ত্রিপুরাতেও ছোট্ট একটা ফিল্ম ইন্সটিটিউট গড়ে তোলার লক্ষ্য রয়েছে। কিছুদিন আগেই সুশান্ত চৌধুরি কলকাতা স্থিত সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট পরিদর্শন করেছিলেন।এবং তারপর কথা ছিল সেই ইনস্টিটিউট এর সদস্যরা আগরতলা শহরে আসবে আগরতলা শহরের পরিকাঠামো পরিদর্শন করতে।সেই অনুযায়ী সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট এর ডাইরেক্টর, নোডাল অফিসার এবং রেজিস্টার উপস্থিত হয়েছেন আগরতলায়।