নিজস্ব সংবাদদাতাঃ ১২ বোর্ড পরীক্ষার কমার্স বিভাগে কম্পিউটার সায়েন্স এক জনপ্রিয় বিষয়। বহু ছাত্রছাত্রী এই বিষয়টি নির্বাচন করে থাকে। এটি এমন একটি বিষয়, যাতে নম্বর তোলার অত্যধিক সম্ভাবনা থাকে। কিন্তু নম্বর তোলার জন্য কিছু সাধারণ এবং সহজ উপায় অবলম্বন করতে হবে।
আসুন জেনে নিই সেগুলি কি কি-ঃ ১) ফ্ল্যাশ কার্ড তৈরি করুন- ছাত্রদের অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যের ফ্ল্যাশকার্ড তৈরি করতে হবে এবং সেগুলি মনে রাখার জন্য ঘন ঘন তাদের সংশোধন করতে হবে। ২) সিবিএসই ১২ বোর্ডের বিগত প্রশ্নপত্র থেকে প্রতিটি ধরণের প্রায় ৫-৬টি প্রশ্ন সমাধান করতে হবে। এর ফলে শিক্ষার্থীদের পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে জানতে সহায়তা করবে। ৩) পরীক্ষার আগে কম্পিউটারের প্রোগ্রামগুলির জন্য একটি মোটামুটি স্কেচ তৈরি করুন, যাতে চূড়ান্ত প্রোগ্রাম লেখার সময় ভুল না হয়। ৪) শিক্ষার্থীদের প্রথমে বেশি ওয়েটেজ এবং তারপর কম ওয়েটেজের সাবজেক্ট তৈরি করার পরামর্শ দেওয়া হয়। ৫) পরীক্ষার আগে অনুশীলনের জন্য লিখে লিখে পড়া আবশ্যক। এতে শিক্ষার্থীদের পূর্বে পড়া পাঠ্যগুলি মনে রাখতে সুবিধা হবে। এই ভাবে পরীক্ষার জন্য যদি পরীক্ষার্থীরা নিজেদেরকে তৈরি করে তাহলে ভালো নম্বর পেতে পারে খুব সহজেই।