হরি ঘোষ, দুর্গাপুর: পানীয় জলের দাবীতে ভোট বয়কটের হুঁশিয়ারি দিল দুর্গাপুর ফরিপুর ব্লকের যমুনা গ্রামের বাসিন্দারা ।বুধবার সকাল থেকেই এলাকার পুরুষ ও মহিলারা খালি বালতি,কলসি ও প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন। নিয়মিত পানীয়জলের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সকাল থেকেই উত্তেজনা ছড়ায়। তাঁরা আসানসোল লোকসভার উপনির্বাচনের ভোট বয়কটের ডাক দেন। স্থানীয় বাসিন্দা অঞ্জলি রাউত ও মিনা মন্ডল জানান,দীর্ঘদিন ধরে তারা জলকষ্টে ভুগছেন। সরকারি প্রকল্প "জলস্বপ্ন"সর আওতায় বাড়ির সামনের কল তো বসেছে কিন্তু জল কোথায়? প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। এক শিশু শিক্ষা কেন্দ্রের কর্মী জানান শিশুদের জন্য মিড ডে মিলের রান্নার জন্য দূরে টিউব ওয়েল থেকে জল আনতে হয় কিন্তু সে জলে রান্না করলে খিচুড়ির রং কালো হয়ে যায় । উপায় নেই বাধ্য হয়েই সেই জলেই রান্না করতে হয়। এই অবস্থায় এলাকার বাসিন্দারা পানীয় জলের দাবীতে আসন্ন আসানসোল লোকসভা উপনির্বাচনে ভোট বয়কটের ডাক দিলেন । উল্লেখ্য বুধবার এলাকায় ছিল তৃণমূলের পথসভা কিন্তু বিক্ষোভকারীরা তৃণমূলের পথসভায় বাধা দেয় এমনকি তৃণমূলের পতাকা বাঁধতে ও বাঁধ দেওয়ার অভিযোগ।
ওই এলাকায় প্রায় সাড়ে ৭০০ ভোটার ভোট বয়কট সামিল হয়। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। জলস্বপ্ন প্রকল্পে বাড়ি বাড়ি জলের পাইপ লাইন আসলেই জল পরিষেবা প্রায় বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জী জানান,ওই এলাকায় জলকষ্টের খবর তিনি শুনেছেন। তিনি আশ্বাস দেন খুব শীঘ্রই এলাকায় জল সমস্যা সমাধান হবে। তিনি এলাকার মানুষের কাছে আবেদন করেন ভোট বয়কট করা ঠিক নয়। কারণ ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার ,সেই অধিকার থেকে কারও বিরত থাকা উচিৎ নয়