নিজস্ব সংবাদদাতা : নবরাত্রিতে মাংস বিক্রি না করার ডাক দিয়েছেন দক্ষিণ ও পূর্ব দিল্লির মেয়ররা। ২৪ ঘণ্টা পরেই এ নিয়েই ট্যুইটারে সুর চড়ালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন যে সংবিধান তাকে মাংস খাওয়ার অনুমতি দেয় এবং দোকানদারকে তার ব্যবসা পরিচালনার স্বাধীনতা দেয়।
পূর্ব দিল্লির মেয়র শ্যাম সুন্দর আগরওয়াল ব্যবসায়ীদের কাছে নবরাত্রির সময় মাংসের দোকান বন্ধ রাখার আবেদন করেছিলেন, যদিও কর্তৃপক্ষ জানিয়েছে যে এই বিষয়ে কোনও সরকারী আদেশ জারি করা হয়নি। মেয়র বলেছিলেন, '৯০ শতাংশ মানুষ আমিষ খাবার খান না।' তার আগে দক্ষিণ দিল্লির মেয়র মুকেশ সূর্য বলেন যে মঙ্গলবার থেকে নবরাত্রির সময় ১১ এপ্রিল পর্যন্ত মাংসের দোকান খোলার অনুমতি দেওয়া হবে না। সূর্য উৎসবের সময় মাংসের দোকান বন্ধ রাখার জন্য এসডিএমসি কমিশনার জ্ঞানেশ ভারতীকে একটি চিঠিও লিখেছিলেন।