'নবরাত্রির সময়ও লোকেরা উপবাস পালন করে', সরকারের সিদ্ধান্তের পাল্টা বসুন্ধরা রাজে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'নবরাত্রির সময়ও লোকেরা উপবাস পালন করে', সরকারের সিদ্ধান্তের পাল্টা বসুন্ধরা রাজে

নিজস্ব সংবাদদাতা : রমজানের সময় মুসলিম-অধ্যুষিত অঞ্চলে পাওয়ারকাট না হওয়ার আশ্বাস দিয়েছে রাজস্থান সরকার। নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, যোধপুর বিদ্যুৎ বিতরন নিগম লিমিটেড বা যোধপুর ডিসকম বলেছে যে রমজানের সময় মুসলিম অধ্যুষিত অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে। রাজ্য পরিচালিত যোধপুর বিদ্যুৎ বিতরণ সংস্থার বক্তব্য, গ্রীষ্মে রমজানের সময় উপবাস পালনকারী মুসলিমরা যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এ নিয়েই রাজস্থান সরকারের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। এ নিয়ে ট্যুইটারে সুর চড়িয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। তিনি প্রশ্ন তোলেন, 'রাজ্যের লোকেরা কেবল রমজানই পালন করছে না, তারা এই গরমে নবরাত্রির জন্য উপবাসও পালন করছে। রাজ্য সরকারকে উত্তর দিতে হবে কেন শুধু রমজান পালনকারীদের নিয়ে উদ্বিগ্ন, আর রাজ্যের বাকি মানুষদের নিয়ে কেন উদ্বিগ্ন নয়? এটা যদি তুষ্টি ও ভোটের রাজনীতি না হয়, তাহলে আর কী?' তিনি কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারকে ধর্মের ঊর্ধ্বে উঠে রাজস্থানের জনগণের কথা ভাবতে পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, “আপনার উচিত ধর্মের ঊর্ধ্বে উঠে রাজস্থান এবং রাজস্থানীদের কথা বলা। কংগ্রেসের উচিত পক্ষপাতিত্বের মনোভাব ত্যাগ করে সবার মঙ্গলের জন্য কাজ করা। অন্যথায়, সময় এলে জনগণ অবশ্যই এই ধরনের আদেশে সাড়া দেবে।''



প্রসঙ্গত, ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস রমজানের সময়, সারা বিশ্বের মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করে। অন্যদিকে, নবরাত্রির সময়, দেবী দুর্গার ভক্তরা নয় দিন উপবাস করেন।