নিজস্ব সংবাদদাতা : ফেসবুকের মতো এবার ট্যুইটারেও করা যাবে পোস্ট এডিট। পোস্ট করার পর কিছু পরিবর্তন প্রয়োজন হলে আর তা ডিলিট করে পুনরায় পোস্ট করতে হবে না, এডিট করলেই হয়ে যাবে। বিষয়টি নিয়ে কাজ করছে ট্যুইটার। পেইড সাবস্ক্রিপসন ট্যুইটার ব্লু-তে টেস্ট এডিট বটনের জন্য কাজ করা হচ্ছে বলে ঘোষণা করল ট্যুইটার। ১ এপ্রিল এডিট অপশনের জন্য কাজ চলছে বলে ঘোষণা করলেো ব্যবহারকারীদের একাংশই পোস্টটিকে এপ্রিল ফুল হিসেবে মনে করছিল। ট্যুইটারের হেড অফ প্রোডাক্ট জে সুলিভান বলেছেন যে তারা গত বছর থেকে কীভাবে নিরাপদ ভাবে পোস্ট এডিট করতে হয় তা অনুসন্ধান করে চলেছে। অনেকদিন ধরেই এডিট অপশনের চাহিদা তৈরী হয়েছে ব্যবহারকারীদের মধ্যে। তবে, সুলিভান বিশ্বাস করেন যা সম্পাদনা করা হয়েছে সে সম্পর্কে স্বচ্ছতা ছাড়াই, জনসাধারণের কথোপকথনের রেকর্ড পরিবর্তন করতে বৈশিষ্ট্যটির অপব্যবহার করা যেতে পারে। ফলে, বিষয়টি বাস্তবায়িত করতে সময় লাগবে বলেই জানিয়েছেন সুলিভান। তার কথায়, 'নতুন অপশন চালু করার আগে সক্রিয়ভাবে ইনপুট এবং প্রতিপক্ষের চিন্তাভাবনা খুঁজব৷ আমরা যত্ন এবং চিন্তাভাবনার সাথে এই বৈশিষ্ট্যটির সাথে যোগাযোগ করব এবং সেই আপডেটগুলি জানাতে থাকব।'