নিজস্ব সংবাদদাতাঃ গরুপাচার মামলায় আজ নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার সম্ভাবনা অনুব্রত মণ্ডলের। সিবিআই সূত্রে খবর, অ্যাডিশনাল এসপি-র নেতৃত্বে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করবে ৫ সদস্যের দল। দলে রয়েছেন গরুপাচারকাণ্ডের তদন্তকারী অফিসাররা। সামগ্রিক পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর। অনুব্রত মণ্ডলের হাজিরার সম্ভাবনায় নিজাম প্যালেসে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।