বিপাকে কুমোরটুলি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিপাকে কুমোরটুলি


নিজস্ব সংবাদদাতাঃ কোনও ভাবেই কলকাতা সংলগ্ন গঙ্গা দিয়ে মাটি বা বালি আর বহন করা যাবে না। যা শুনে মাথায় বাজ পড়েছে কুমোরটুলির মৃৎশিল্পী ও মাটি বিক্রেতাদের। শিল্পীদের বক্তব্য, বরাবর উলুবেড়িয়া থেকে জলপথেই কুমোরটুলি ঘাটে মাটি আসে। যা তাঁরা মূর্তি তৈরিতে ব্যবহার করে থাকেন। তবে সম্প্রতি নবান্ন থেকে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। নবান্ন-এর এই সিদ্ধান্ত যে কুমোরটুলির মৃৎশিল্পীদের বিপাকে ফেলেছে, তা বলার অপেক্ষা রাখে না।