প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করলেন বিধায়ক দুলাল মুর্মু

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করলেন বিধায়ক দুলাল মুর্মু

নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বালিগেড়িয়া এলাকায় শিশুদের জন্য কোন ইংলিশ মিডিয়াম প্রাথমিক বিদ্যালয় ছিলনা।হলি ক্রস স্কুল নামে একটি ইংলিশ মিডিয়াম প্রাথমিক বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে। ওই বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু।উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষ, ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু, সমাজসেবী সুমন সাহু ও রমেশ রাউৎ, নয়াগ্রাম থানার আইসি প্রশুন মিত্র সহ আরো অনেকে। ইংলিশ মিডিয়ামের প্রাথমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করে নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু বলেন, এই এলাকার ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল। তাই দীর্ঘ দিন বাদে এই প্রাথমিক বিদ্যালয়টি চালু করা হল। এখানে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে পারবে। এর ফলে এই এলাকায় ছেলেমেয়েরা ইংরেজি শিক্ষায় ভালোভাবে পারদর্শী হতে পারবে। তিনি ওই বিদ্যালয়ের সাফল্য কামনা করেন। বিদ্যালয়ের পরিচালন কমিটি ও শিক্ষক-শিক্ষিকাদের তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ওই অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তেমনি ছাত্র-ছাত্রীদের তিনি ভালো করে পড়ার আহ্বান জানান। ওই এলাকায় ইংলিশ মিডিয়াম প্রাথমিক বিদ্যালয়টি চালু হয় খুশি বালিগেড়িয়া এলাকার বাসিন্দারা।