রাষ্ট্রপুঞ্জে বুচা গণহত্যার তীব্র নিন্দা ভারতের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রাষ্ট্রপুঞ্জে বুচা গণহত্যার তীব্র নিন্দা ভারতের

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের বুচায় সাধারণ জনগণকে নির্বিচারে হত্যার ঘটনার তীব্র নিন্দা করল ভারত। পাশাপাশি, মঙ্গলবার নিরাপত্তা পরিষদে ওঠা স্বাধীন তদন্তের ডাকে সাড়াও জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি। এই ঘটনাকে নিন্দনীয় আখ্যা দিয়ে তিরুমূর্তি বলেন,‘‘বুচায় সাধারণ নাগরিককে হত্যার সাম্প্রতিক ঘটনা গভীর ভাবে উদ্বেগজনক। আমরা স্পষ্ট ভাবেই এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে সমর্থন জানাচ্ছি স্বাধীন তদন্তের আহ্বানকেও।’’এছা়ড়া অবিলম্বে ইউক্রেনের উপর রুশ আগ্রাসন বন্ধের আহ্বানও নিরাপত্তা পরিষদে জানিয়েছে ভারত। কিভ-মস্কো সঙ্ঘাত নিয়ে প্রথম থেকেই নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারত। যুদ্ধবিদ্ধস্ত দেশে ওষুধ ও খাদ্যের সাহায্য পাঠালেও জনসমক্ষে রাশিয়ার সমালোচনা থেকে বিরতই থেকেছে। তবে এই প্রথম বার সুর বদলাতে দেখা গেল ভারতকে। রাশিয়া অধিকৃত শহরে সাধারণ নাগরিকদের গণহত্যার রোহমর্ষক চিত্র সামনে আসার পরই বিশ্ব জুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর হওয়া এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে পদক্ষেপ করার আহ্বানও জানানো হয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে। ইউক্রেন ও অন্য পশ্চিমী দেশগুলিও রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে।