নিজস্ব সংবাদদাতাঃ নমঃ শূদ্র সমাজের ব্যাপক উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মে মাসের রাষ্ট্রীয় অধিবেশনে তাঁকে ধন্যবাদ জানাতে চায় নমঃ শূদ্র পর্ষদ। ইতিমধ্যে কল্যাণীর সেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রও নবান্নে পাঠানো হয়েছে। সূত্রের খবর, আমন্ত্রণ গ্রহণও করেছেন মুখ্যমন্ত্রী। তবে অনুষ্ঠানের দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি। মুখ্যমন্ত্রীর কল্যাণী সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, সভা থেকে মতুয়াদের উদ্দেশে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী। গত কয়েক বছর ধরে মতুয়াদের নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করেনি মোদি সরকার। যা নিয়ে ইতিমধ্যে ক্ষুব্ধ মতুয়াদের একাংশ। এর মধ্যেই কল্যাণীতে দাঁড়িয়ে বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের দাবি, মতুয়ারা ভারতীয় নাগরিক। তাঁদের ভোটাধিকার রয়েছে। আধার কার্ড রয়েছে। মতুয়াদের আলাদা করে নাগরিকত্ব দেওয়ারই প্রয়োজন নেই। তাঁরা এমনিতেই ভারতীয়। কল্যাণীর সভা থেকে মুখ্যমন্ত্রী সেই বার্তা আরেকবার দেবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।