বিশ্বের দরবারে সেরার শিরোপা এসএসকেএম হাসপাতালের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিশ্বের দরবারে সেরার শিরোপা এসএসকেএম হাসপাতালের

নিজস্ব সংবাদদাতাঃ সেরার সেরা শিরোপা পেল এসএসকেএম হাসপাতাল। রোগী পরিষেবা, গবেষণা, সুপার স্পেশালিটি কেয়ার-সহ একাধিক বিষয়কে গুরুত্ব দিয়ে বিশ্বের অন্যতম সেরা হাসপাতালের তালিকায় স্থান করে নিল পিজি বা কলকাতার এসএসকেএম হাসপাতাল। অবশ্য একইসঙ্গে এই তালিকায় স্থান পেয়েছে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বা এইমস। আন্তর্জাতিক একটি ম্যাগাজিন ইউরোপ, লাতিন আমেরিকা, এশিয়ার সরকারি ও বেসরকারি রোগী পরিষেবা, গবেষণা, সুপার স্পেশালিটি কেয়ার নিয়ে একটি সমীক্ষা করে। ম্যাগাজিনের গ্লোবাল ইন চিফ ন্যান্সি কুপার এবং সিইও ড. ফ্রেডরিখ সওয়াদন্ত এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ড. মণিময় বন্দ্যোপাধ্যায়কে এই স্বীকৃতির কথা জানিয়েছেন। গত ২ মার্চ তাদের সমীক্ষাটি প্রকাশিত হয়েছে, যেখানে অনলাইন সমীক্ষায় বলা হয়েছে রোগী পরিষেবার ক্ষেত্রে সর্বোত্তম বিকাশ ঘটিয়েছে, গবেষণার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রেখেছে এসএসকেএম হাসপাতাল। এবং এই সমীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন প্রায় ৮০ হাজার চিকিৎসক, হাসপাতাল ম্যানেজার এবং হেলথ কেয়ার প্রফেশনাল। তাঁদের বিচারেই এসএসকেএম হাসপাতালকে সেরার তালিকাভুক্ত করা হয়েছে। এবার ইউরোপ, আমেরিকা, এশিয়ার ২৭টি হাসপাতালের মধ্যে অন্যতম সেরার শিরোপা পেল বাংলার এই হাসপাতাল।