নিজস্ব সংবাদদাতাঃ স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের কাছে একটি নতুন মেসেজ আসতে শুরু করেছে। তাতে ব্যাঙ্কের ইওনো অ্যাপে প্যান আপডেট করতে বলা হচ্ছে। একই সঙ্গে মেসেজেই থাকা একটি লিঙ্কে ক্লিক করার নির্দেশ দেওয়া হচ্ছে। এটা জানার পরে পরেই স্টেট ব্যাঙ্কের তরফ থেকে ওই লিঙ্কে ক্লিক করলে বিপদ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে এই ধরণের কোনও মেসেজ ব্যাঙ্কের তরফে গ্রাহকদের পাঠানো হয় না।