নিজস্ব সংবাদদাতাঃ ডেনমার্ক ১৫ জন রুশ গোয়েন্দা কর্মকর্তাকে বহিষ্কার করল। মঙ্গলবার ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ তোলে, ওই ১৫ জন কূটনীতিক হিসাবে গোপনে কাজ করছিল। সূত্রের খবর, ডেনমার্কে রাশিয়ার রাষ্ট্রদূতকে কোপেনহেগেনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল, যেখানে সরকার বুচায় ইউক্রেনীয় বেসামরিকদের বিরুদ্ধে রাশিয়ার বর্বরতার তীব্র নিন্দা করে। পাশাপাশি ১৫ জন রুশ গোয়েন্দা কর্মকর্তাকদের দেশ ছাড়ার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে।