প্রয়োজনীয় অক্সিজেন ছাড়াই এভারেস্টে পাড়ি চন্দননগরের কন্যার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
প্রয়োজনীয় অক্সিজেন ছাড়াই এভারেস্টে পাড়ি চন্দননগরের কন্যার

নিজস্ব সংবাদদাতা : পাহাড়ে গেলে অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তাও পাহাড়ের টানে সমুদ্র পৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উচ্চতায় বেড়াতে যান পাহাড় প্রেমীরা। এছাড়াও যারা ট্রেকিং করেন কিংবা পর্বতারোহীরা রয়েছেন তারা সর্বোচ্চ পর্বত শৃঙ্গগুলি ছোঁয়ার আকাঙ্খায় ছুটে যান দুর্গম পাহাড়ি অঞ্চলে। এই সব জায়গায় সমস্যা একটাই অক্সিজেনের। তাই পর্বতারোহীরা সঙ্গে রাখেন অক্সিজেন সিলিন্ডার। কিন্তু বাড়তি অক্সিজেন ছাড়াও যে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করা সম্ভব এবার তেমনই উদাহরণ খাড়া করতে চাইছেন চন্দননগরের কন্যা পিয়ালী বসাক। সেকারণেই গত ৩ এপ্রিল মিথিলা এক্সপ্রসে করে তিনি রওনা হয়েছিলেন এভারেস্টের উদ্দেশ্যে। তবে, অন্যান্যদের মতো তার সঙ্গে ছিল না প্রয়োজনীয় অক্সিজেন। স্বভাবিক অবস্থাতেই বিশ্বের সর্বোচ্চ ৮৮৪৩ মিটার এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ অতিক্রম করতে দৃঢ়প্রতিজ্ঞ সে। তিনি কি সফল হবেন? এভারেস্ট জয় করে সুস্থ শরীরে তার ফিরে আসার অপেক্ষায় সকলে।