নিজস্ব সংবাদদাতাঃ গণিত বিষয়টি সম্পর্কে অনেকেরই ভীতি থেকে থাকে। ১২ এর পরীক্ষায় গণিতে ভালো নম্বর পাওয়া গেলে তা ভবিষ্যতে লাভদায়ক হবে। যেসব শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, পরিসংখ্যানের ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য গণিতে ভালো নম্বর পাওয়া আবশ্যক।
তাই জেনে নিন কিছু টিপস। যেমনঃ ১) NCERT এর গণিত বই থেকে অনুশীলন করতে হবে। ২) পূর্বের প্রশ্নপত্র থেকে নিয়মিত গণিত অভ্যাস করতে হবে। ৩) পরীক্ষায় দীর্ঘ প্রশ্নের উত্তর (৬ নম্বর) লেখার চেষ্টা করুন। কারণ, এটি আপনাকে ভাল নম্বর দেবে। ৪) গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বের বিষয়গুলো আগে লিখতে হবে। ৫) পরীক্ষায় খাতা জমা দেওয়ার আগে ভালভাবে সেটিকে 'রিভাইস' দিতে হবে, যাতে কোন ভুল থাকলে সেটিকে তৎক্ষণাৎ সংশোধন করা যেতে পারে। ৬) কোনও গণিতের ক্ষেত্রে ''স্টেপ জাম্প'' করা যাবে না। তাতে পরীক্ষক কম নম্বর দিতে পারেন। এইভাবে পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে পারলে গণিতে ভালো নম্বর অবশ্যম্ভাবী।