নিজস্ব সংবাদদাতাঃ লক্ষ্য সেনের পর এবারে ভারতের জন্য আরেক খারাপ খবর এলো ব্যাডমিন্টনের তরফ থেকে। ভারতের এইচএস প্রণয় হেরে গেলেন মালেশিয়ার খেলোয়াড় উই চিয়ামের কাছে। বিশ্বের ২৩ নম্বর শাটলার হারলেন বিশ্বের ৭১ নাম্বার শাটলারের কাছে। ম্যাচের ফলাফল ছিল ১১-১১, ২১-১৭।