নিজস্ব সংবাদদাতাঃ আজকে মাঠে নামতে চলেছে রাজস্থান রয়্যালস ও হায়াদ্রাবাদ। কিন্তু রাজস্থানের যশ বাটলারকে নিয়ে বেশ অনেকগুলি কথা বলেন মোরন মরকেল। তিনি বলেন, "যশই হল বস। তাঁর বোলিংই বলে দেয় সে কতটা উপভোগ করছে দিনটাকে। মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর খেলা দেখার মতো ছিল।"