বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হল পটের প্রদর্শনী ও মেলা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হল পটের প্রদর্শনী ও মেলা

দিগবিজয় মাহালী, মেদিনীপুরঃ  আজ থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রবিশঙ্কর হলে শুরু হল পটের প্রদর্শনী ও মেলা ।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু এই অনুষ্ঠানের উদ্বোধন করেন । আগামী তিন দিন ধরে চলবে এই মেলা । পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পটশিল্পীরা ছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য প্রান্তের যেমন বাঁকুড়া ও বীরভূমের পটশিল্পীরাও তাদের সম্ভার নিয়ে এই মেলায় যোগ দিয়েছেন ।

ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বৎসর উপলক্ষে যে বছরভর কর্মসূচীর পরিকল্পনা বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছে , তারই অঙ্গ হিসেবে এই প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হচ্ছে । আগামী ১৯ শে এপ্রিল তারিখ থেকে ২১ শে এপ্রিল হবে লোকশিল্প মেলা ও ২৪-২৫ মে তারিখে হবে লিট্ল ম্যাগাজিন মেলা ও সাহিত্য সম্মেলন ।





বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের কথা বলতে গিয়ে উপাচার্য মহোদয়

বলেন “বাংলা তথা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও প্রসার

বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য । এই লক্ষ্যের বাস্তবায়নে ইতিমধ্যে আমরা

মিউজিয়াম গড়ে তুলেছি । বর্তমানে এই মেলা ও প্রদর্শনীর মধ্যে দিয়ে পরিচিত

 পিংলা, চণ্ডিপুর, নাড়াজোল ও দাসপুরের পটের সঙ্গে সঙ্গে তূলনামূলক ভাবে

অপরিচিত বাঁকুড়ার ভরতপুর বা বীরভূমের ইটাগড়িয়ার পট ও তার শিল্পীদের

একত্রিত করেছি।“

পটের প্রদর্শনী ও মেলায় বর্ষীয়ান শিল্পীদের পাশাপাশি

নবীন প্রজন্মের শিল্পীরাও পট ও পটকেন্দ্রিক নানা শিল্পসম্ভার নিয়ে উপস্থিত

 হয়েছেন । মেলায় বিভিন্ন সামগ্রী বিক্রয়ের মাধ্যমে শিল্পীরা যাতে

অর্থনৈতিক ভাবে উপকৃত হন তারও উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় । উদ্বোধনী

অনুষ্ঠানে উপস্থিত বর্ষীয়ান পটশিল্পী শ্যামসুন্দর চিত্রকরের বক্তব্যেও

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই প্রচেষ্টার উদ্দেশ্যে সাধুবাদ বর্ষিত হয় ।

 অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলা ও বাণিজ্য অনুষদের ডিন

অধ্যাপক তপন কুমার দে, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সত্যজিৎ সাহা, নিবন্ধক

ড. জয়ন্ত কিশোর নন্দী প্রমুখ । শুরুর দিন থেকেই সপ্রশংস কলরবে জমে উঠেছে

প্রদর্শনী ও মেলা ।