নিজস্ব সংবাদদাতাঃ দুই কোরিয়ার মধ্যে আবারও যুদ্ধের কালো মেঘ। উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের বোন কিম ইয়ো জং সরাসরি হুমকি দিলেন, দক্ষিণ কোরিয়া যদি উত্তর কোরিয়ার ভূখণ্ডের দিকে আর এক ইঞ্চিও এগোনর দুঃসাহস করে, তা হলে গোটা দেশ পরমাণু হামলায় তছনছ করতে এক মুহূর্তও সময় লাগবে না।