নিজস্ব সংবাদদাতাঃ সাংবিধানিক সঙ্কটে পাকিস্তান। বিভিন্ন আইনি এবং প্রক্রিয়াগত সমস্যার কারণ দেখিয়ে পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়ে দিল, তিন মাসের মধ্যে দেশে সাধারণ নির্বাচন করানো অসম্ভব। এ দিকে, ইমরান খানের ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার বৈধতা নিয়ে মঙ্গলবারই পাক সুপ্রিম কোর্টে রায় ঘোষণা হতে চলেছে। এই প্রেক্ষিতে তিন মাসের মধ্যে কমিশনের ভোট করাতে না পারার বিবৃতি, পরিস্থিতি আরও ঘোরাল করে তুলেছে।