মাস্ক ফ্রি মুম্বই! আনন্দে আপ্লুত বিগ-বি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মাস্ক ফ্রি মুম্বই! আনন্দে আপ্লুত বিগ-বি

নিজস্ব সংবাদদাতাঃ  মানুষের মৃত্যু মিছিল হাহাকার সব মিলিয়ে এক দুঃস্বপ্নের রাত। কিন্তু কোথায় গিয়ে থামবে এই ভয়ানক পথচলা কোটি কোটি মানুষের প্রার্থনায়, ধৈর্য্যের ফলে অবশেষে যেন ছন্দে ফেরার পালা।এবার অমিতাভ বচ্চনের ব্লগে সেই ছবি উঠে এলো। বরাবরই ব্লগ লিখতে ভালবাসেন অমিতাভ বচ্চন। একের পর এক কাহিনী, বা বাস্তবের কঠিন পরিস্থিতি নিয়ে কলম ধরে থাকেন তিনি। যদিও সেই ব্লগ নিয়েও অভিমানের শেষ নেই, নিজেই এক সময় লিখেছিলেন তাঁর ব্লগ নাকি আর আগের মত কেউ পড়ে না। যদিও সেই সব অবসাদ কাটিয়ে এবার চেনা ছন্দে ভক্তদের দরবারে ফেরার পালা।