নিজস্ব সংবাদদাতা : নির্বাচনে ভরাডুবির পর, দলের অভ্যন্তরে মতবিরোধের মধ্যেই 'সংগঠনের সকল স্তরে ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ' বলে মন্তব্য করলেন সোনিয়া গান্ধি। মঙ্গলবার পার্লামেন্টে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির (সিপিপি) সভায় তিনি বলেন, 'কংগ্রেসের কাছে আগামী দিনে পথ চলাটা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। দলের স্থিতিস্থাপকতার মনোভাব কঠোর পরীক্ষার মধ্যে রয়েছে। সংগঠনের সকল স্তরে ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তা করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।' কংগ্রেস নেত্রী আরও বলেন যে শুধুমাত্র দলের সদস্যদের জন্য নয়, দেশের জন্য কংগ্রেসকে পুনরুজ্জীবিত করতে হবে। তাঁর কথায়, "কংগ্রেসের পুনরুজ্জীবন আমাদের কাছে কেবল গুরুত্বপূর্ণ বিষয় নয়, এটি আমাদের গণতন্ত্র এবং সমাজের জন্যও অপরিহার্য।" বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন,"কংগ্রেস বিজেপিকে বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন নষ্ট করতে দেবে না যা আমাদের বৈচিত্র্যময় সমাজকে বহু শতাব্দী ধরে টিকিয়ে রেখেছে এবং সমৃদ্ধ করেছে।"