নিজস্ব সংবাদদাতাঃ ইএসআইসি প্রকল্পে কর্মক্ষেত্রজনিত আঘাত কী জানেন? যদি কোনও শ্রমিক কর্মচারি কাজ চলাকালীন বা কাজের দরুন তাঁর সঙ্গে যদি কোনও দুর্ঘটনা ঘটে তাহলে তাঁকে কর্মক্ষেত্রজনিত আঘাত বলা হবে। সেই কর্মচারিকে অবশ্যই বিমাকৃত ব্যক্তি হতে হবে। যে ব্যক্তির চোট লেগেছে তাঁকে ইএসআইসির অধীনের কর্মচারি হতে হবে। এছাড়া সেই আঘাতটি তাঁকে কারখানাতেই হতে হবে।
আরও বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিওটি...