নিজস্ব সংবাদদাতা : নবরাত্রি উপলক্ষ্যে দেশের বেশ কিছু জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে দোকান পাট। ১১ এপ্রিল পর্যন্ত মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। এই প্রক্ষাপটে কংগ্রেস নেতা সলমন নিজামি প্রশ্ন তুললেন, রমজানের সময় তাহলে মদ নিষিদ্ধ নয় কেন? ট্যুইটে তিনি বলেন, "নবরাত্রিতে যদি মাংস বিক্রি বন্ধ করতেই হয়, তাহলে পবিত্র রমজানে মদ নিষিদ্ধ হবে না কেন? নবরাত্রিতে পেঁয়াজ-মাংস না খেলে অন্যরা কেন বন্ধ করবে। এটাই কি গণতন্ত্র? আমাদের অনুভূতি ও সাংবিধানিক অধিকারের কী হবে!"