নিজস্ব সংবাদদাতাঃ আজকের দিনটি ভ্রমণের জন্য বিশেষ ভালো দিন। কিন্তু সব রাশির জাতকদের কাছে নয়। মকর ও মিথুন রাশির জাতকদের কাছে আকজের দিনটি ভ্রমণের দিন। যারা ভ্রমণের জন্য ভাবছেন তাঁরা টিকিট কেটে ফেলুন। শুধু কাছেই নয় রাজ্যের বাইরে, এমনকি দেশের বাইরেও ঘোরার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই আর বেশী ভাবনা নয় এমন শুভ দিনে নিজের স্বপ্নকে সত্যি করে ফেলুন।