নিজস্ব সংবাদদাতাঃ ফ্রান্স কূটনৈতিক মর্যাদাসম্পন্ন অনেক রুশ কর্মীকে বহিষ্কার করবে, সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপ ও পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্তটি রাশিয়ার কূটনৈতিক কর্মীদের ফ্রান্সে নিযুক্ত করা হয়েছে, যাদের কার্যক্রম আমাদের নিরাপত্তা স্বার্থের পরিপন্থী। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় পর্যায়ে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, 'আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ফরাসি জনগণ ও ইউরোপীয়দের নিরাপত্তা নিশ্চিত করা।' জার্মানিও রুশ কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।