নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইউক্রেনের বুচায় রাশিয়া ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নৃশংসতাকে 'যুদ্ধাপরাধ' হিসেবে অভিহিত করলেও তিনি বলেন, এটি কোনো গণহত্যা নয়। তিনি রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি খতিয়ে দেখছেন। ওয়াশিংটন ডিসিতে অবতরণের সময় বাইডেন সাংবাদিকদের বলেন, "আপনাদের হয়তো মনে আছে, পুতিনকে যুদ্ধাপরাধী বলার জন্য আমি সমালোচিত হয়েছি। ঠিক আছে, বিষয়টির সত্যতা হল বুচাতে যা ঘটেছে তা নির্দেশ দেয় পুতিন একজন যুদ্ধাপরাধী। তবে তথ্য সংগ্রহ করতে হবে। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করা আমাদের চালিয়ে যেতে হবে। পুতিন নিষ্ঠুর এবং বুচায় যা ঘটছে তা জঘন্য এবং সবাই এটি দেখেছে "।