নিজস্ব সংবাদদাতাঃ ইডি আধিকারিকদের কলকাতা পুলিশের সমনে স্থগিতাদেশ। অডিও টেপ ফাঁসের মামলায় ইডির আধিকারিকদের তলব কালীঘাট থানার। সেই তলবের উপরে দিল্লি হাইকোর্টের স্থগিতাদেশ। ১৭ মে পরবর্তী শুনানি পর্যন্ত নেওয়া যাবে না কড়া পদক্ষেপ। জানাল দিল্লি হাইকোর্ট। ১৭ মার্চ হাজিরা চ্যালেঞ্জ করে ইডির আধিকারিকদের মামলা।