নিজস্ব সংবাদদাতা : শ্রীনগরে জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ান। জখম আরেক জওয়ান। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে শ্রীনগরের লাল চকের মাইসুমায় । গোটা এলাকাটিকে ঘিরে ফেলা হয়েছে। জারি রয়েছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, মাইসুমা এলাকা থেকে প্রাথমিক দৃশ্যে দেখা গিয়েছে যে দুই সিআরপিএফ সদস্য আহত হয়ে রাস্তায় পড়ে রয়েছেন। হামলাটি শ্রীনগর শহরের কেন্দ্রস্থলে হয়েছে, যেখানে প্রতিদিনের যাত্রী, সবজি বিক্রেতা এবং স্থানীয়রা নিত্য যাতায়াত করেন। পুলিশ ও নিরাপত্তা কর্মীদের দল সন্ত্রাসীদের অবস্থান এবং তারা যে পথ নিয়েছিল তা খতিয়ে দেখছে। তারা কোন অস্ত্র ব্যবহার করেছে তা জানতেও তদন্ত চলছে। এলাকায় সিআরপিএফ চেকপোস্টের ব্যাপক উপস্থিতি থাকা সত্ত্বেও ঘটনাটি ঘটায় বিশেষ জোর দেওয়া হচ্ছে তদন্তে। আধিকারিকরা জানিয়েছেন যে নিরাপত্তা সংস্থাগুলি সেই অবস্থানটিও খুঁজে বের করার চেষ্টা করছে যেখান থেকে জঙ্গিরা গুলি চালিয়েছিল।
আরেকটি ঘটনায়, পুলওয়ামার লাজুরাহ গ্রামে দুই ব্যক্তির ওপর গুলি চালায় জঙ্গিরা। উভয় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।