আপের নজরে গুয়াহাটি পুরনিগম

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আপের নজরে গুয়াহাটি পুরনিগম

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির পরে পঞ্জাবে সরকার গঠন করে আম আদমি পার্টি এখন উত্তর-পূর্বের দিকে নজর দিচ্ছে। ওই লক্ষ্যেই গুয়াহাটি পুরনিগমে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর কথা জানিয়ে দিয়েছেন দলের নেতারা। ৬০ আসনের পুরনিগমের ভোটে তারা ৪০টিতে প্রার্থী দিয়েছে আপ। আপ নেতা মহেশ জোশীর আশা, ৪০ জন প্রার্থীর প্রায় সবাই জয়লাভ করবেন। আপ-ই এ বার পুর নিগম দখল করবে।