নিজস্ব প্রতিনিধি -আসামের বদরপুর রেল স্টেশনে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে আটক করা হয় দুই ব্যক্তিকে,পরে খবর মেলে তারা বিহারের দুই সুপারি কিলার। তারা বিহার থেকে আগরতলা আসছিল বলে সুত্রের খবর।এবং যখন তারা আসামের বদরপুর রেল স্টেশনে পৌঁছায় তখন তাদের দেখে স্থানীয় রেল পুলিশের সন্দেহ হয়। তাদের কাছে এগিয়ে আসতেই তিন অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে রেল পুলিশ ২ জনকে আটক করতে সক্ষম হয়। এবং পরে তাদের তল্লাশি করে উদ্ধার হয় ৪টি ৭.৬৫ এমএম এর পিস্তল এবং ১৫টি কার্তুজ।