নিজস্ব সংবাদদাতা : কর্ণাটকে বিধানসভা নির্বাচনের বাকি আর এক বছর। তার আগে নিজেদের শক্তি বৃদ্ধিতে মরিয়া আম আদমি পার্টি। ২০১৮য় খাতা খুলতে না পারলেও পাঞ্জাব জয়ের পর বেড়েছে তাদের আত্মবিশ্বাস। প্রাক্তন এডিজিপি বলি ভাস্কর রাওয়ের যোগদান এখন অক্সিজেন জোগাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের দলকে।
১৯৯০-ব্যাচের কর্ণাটক ক্যাডারের আইপিএস অফিসার এবং বেঙ্গালুরুর বাসিন্দা বি ভাস্কর রাও, যিনি ৩২ বছর ধরে পুলিশ বাহিনীতে বিভিন্ন পদে চাকরি করার পর সোমবার তিনি যোগ দিলেন আম আদমি পার্টিতে। তাকে দলে স্বাগত জানান সিনিয়র আপ নেতা এবং দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। বি ভাস্কর রাও রেলের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বছরের সেপ্টেম্বরে চাকরি থেকে পদত্যাগ করেছিলেন। কর্ণাটক সরকার তার পদত্যাগ স্বীকার করে এবং তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরে তিনি শুক্রবার আপে যোগ দেওয়ার জন্য তার কার্যালয় ছেড়ে দেন।