নিজস্ব প্রতিনিধি -গত ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ত্রিপুরার মন্ত্রিসভায় ফার্মাসিস্ট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত সেই নিয়োগ হচ্ছে না। যার জেরেই ক্ষুব্ধ বেকাররা আজ ত্রিপুরার স্বাস্থ্য দফতরে তাদের ডেপুটেশন প্রদান করেন। তারা সরকারকে ১৫ দিনের সময় বেধে দিয়েছেন। তাদের মধ্যে একজন ছাত্র বলেন, 'গত ডিসেম্বর মাসে বলা হয়েছিল হোমিওপ্যাথি ২২জন,আয়ুর্বেদিক ২৫ জন, এবং ৪১২ জন এলোপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগ করা হবে, তবে এরপরে আর কোন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, আজকে আমাদের এটাই দাবি, ডেপুটেশনের মাধ্যমে আমাদের অতিসত্তর নিয়োগ করা হোক।'