নিজস্ব সংবাদদাতাঃ লকডাউনে অনেকের ম্পধ্যে দেহা দিয়েছে অনলাইনে কেনাকাটা করার নেশা। ফলে বারচগে খরচ। তবে তা কাটিয়ে উঠতেও হবে। মানসিক স্বাস্থ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের হালের কথাও মনে রাখতে হবে যে।
কী করে কাটাবেন অনলাইন কেনাকাটার নেশা? রইল কয়েকটি পরামর্শ।
১) একটি তালিকা তৈরি করুন। সারা মাসে কী কী কিনেছেন, সব লিখুন সেখানে। নতুন কিছু কিনতে ইচ্ছা করলে খাতা খুলে দেখে নিন সেই তালিকা।
২) মন কী বলছে, শুনুন। যদি নিজেই বুঝতে পারেন যে অপ্রয়োজনীয় জিনিসের দিকে হাত বাড়াচ্ছেন, তবে নিজেকে থামান।
৩) সারা মাসে কত টাকা ব্যয় করবেন অনলাইন কেনাকাটায়, ঠিক করে নিন আগে থেকে। সেই মূল্য অতিক্রম করলে নিজেকে থামিয়ে নিন।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=8658
/
https://anmnews.in/Home/GetNewsDetails?p=8655
For more details visit
www.anmnews.in
Follow us at
https://www.facebook.com/newsanm