নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে কি তাহলে চাপের মুখে নতি স্বীকার করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাক্ষ। জল্পনা ছড়িয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতব্য রাজাপাক্ষের কাছে নাকি তিনি ইতিমধ্যেই নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে রবিবার বিকেলে। শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কটের কারণে বিগত বেশ কিছুদিন ধরেই এক অস্থির পরিস্থিতি চলছিল। এরই মধ্যে রবিবার বিকেলে সূত্র মারফত জানা যায়, সে দেশে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষ তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রেসিডেন্টের কাছে। শ্রীলঙ্কায় যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল, তা সামাল দিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। পাশাপাশি ৩৬ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছিল ভারতের প্রতিবেশী এই দ্বীপ রাষ্ট্রে। তবে কি এত কিছুর পরেও গদি সামলাতে পারলেন না মহিন্দা রাজাপাক্ষ? প্রবল চাপের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন তিনি। যদিও রাজাপাক্ষের এই ইস্তফার দাবি অস্বীকার করেছে প্রধানমন্ত্রীর দফতর।