নিজস্ব সংবাদদাতাঃ আনরিচ নোখিয়া এর আগেও দিল্লির হয়ে অনেক খেলেছেন। কিন্তু বর্তমানে তিনি মাঠে নামতে পারছেন না। চোটের জন্যই এবারের মরশুমে তাঁকে দেখা যায়নি। তবে দিল্লি ক্যাপিটালের কোচ রিকি পন্টিং জানান খুব শীঘ্রই মাঠে নামবেন নোখিয়া। তিনি বলেন, “অনুশীলনে ১০০ শতাংশ ফিট মনে হয়েছে নোখিয়াকে। আশা করি আরও কিছুদিনেই মধ্যেই পুরো ফিট হয়ে উঠবে ও। তাছাড়া লখনউ ম্যাচের আগে হাতে কয়েক দিন সময়ও আছে।”