নিজস্ব সংবাদদাতাঃ শীত যেতে না যেতেই তাপপ্রবাহে কার্যত হিমশিম খাচ্ছে একাধিক রাজ্য। ৪২-৪৩ ডিগ্রির গরমে পুড়ছে একের পর এক রাজ্য। মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, ১২২ বছরে মার্চে এত গরম আর কখনও পড়েনি দেশে। তবে সেই ভয়াবহ গরমের আঁচ পোহাতে হয়নি বাংলাকে। এখনও তাপপ্রবাহ-মুক্ত আমাদের রাজ্য। কলকাতার তাপমাত্রা রাজকোট বা বারাণসীর চেয়ে অনেক কম। অস্বস্তিকর গরম রয়েছে ঠিকই, তবে আর যাই হোক, তাপপ্রবাহে পুড়তে হয়নি বাংলাকে।