নিজস্ব সংবাদদাতাঃ বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কোভিড পরিস্থিতি কাটিয়ে দু’বছর পর অফলাইনে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক। এবারে বাংলা প্রশ্নপত্রে প্রশ্ন বিভ্রাট! বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। এবারের বাংলা পরীক্ষায় প্রশ্ন এসেছিল ‘ডাওর’ শব্দের অর্থ। যেখানে ৪টি অপশন দেওয়া হয়। কিন্তু ওই অপশনের মধ্যে নির্দিষ্ট প্রশ্নের উত্তর ছিল না বলে অভিযোগ ওঠে।