নিজস্ব সংবাদদাতাঃ সূর্যের আলো ফুটতে না ফুটতেই ভূমিকম্পে কেঁপে উঠল পুয়ের্তো রিকো। স্থানীয় সময়, রবিবার ভোর ৫ টা বেজে ৪৪ মিনিট ৩০ সেকেন্ডে কেঁপে ওঠে পুয়ের্তো রিকোর মারিয়া অ্যান্টোনিয়া। 'ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে'র দেওয়া তথ্য অনুসারে ভূমিকম্পের মাত্রা ছিল ২.৫ ম্যাগনিটিউড। মাটি থেকে ১৮.৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। মারিয়া অ্যান্টোনিয়া থেকে ১৭.৯৫৬ ডিগ্রি উত্তর ও ৬৬.৮৭৩ ডিগ্রি পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। এখনও পর্যন্ত, ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।