রাহুল পাসোয়ান, আসানসোলঃ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও রাজ্যের মন্ত্রী মলয় ঘটক নির্বাচনী প্রচারে লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরছেন। এই অভিযোগে সরগরম আসানসোলের নির্বাচনী ময়দান। বিজেপি এবং সিপিএম একযোগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ আনেন যে তিনি তাঁর গাড়িতে লালবাতি ব্যবহার করছেন। এনিয়ে তৃণমূলের দিকে একযোগে আক্রমণ চালিয়েছে বিজেপি ও সিপিএম। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের অভিযোগ, অনুব্রত মণ্ডল ও মলয় ঘটক লালবাতি ব্যবহার করছেন। নির্বাচনের সময় লালবাতি ব্যবহার করা যায় না। উনি মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নজরে তিনি বিষয়টা আনবেন বলে জানিয়েছেন। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ায় সরকারি প্রশাসন কতটা দলবাজ হয়ে গেছে এটা তারই প্রমান। এটা নির্বাচনী বিধি লঙ্ঘনের কাজ। পুলিশ এবং প্রশাসন ছাড়া যে তৃণমূল চলতে পারে না এটা বোঝা যাচ্ছে । যদিও এর প্রত্যুত্তরে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার নির্বাচনী এজেন্ট অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, "নির্বাচনের কাজে উনি লালবাতি ব্যবহার করছেন না। মলয় ঘটক রাজ্যের মন্ত্রী, উনি বাইরে গেলে লালবাতি লাগান। আসলে তৃণমূলের সবকিছুতেই ওদের খারাপ লাগে।" কিন্তু অদ্ভুত ভাবে এই বিষয়টিকে অভিযোগ হিসাবে না নিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা বলেন, "লাল বাতি গাড়িতে ঘোরাকে আমি প্রশংসা করি "।